শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চসিক নির্বাচনে অংশ নেবে বিএনপি : মির্জা ফখরুল

প্রকাশিতঃ ১১ ফেব্রুয়ারী ২০২০ | ৬:৩০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে চট্টগ্রাম মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা জানান।

তিনি বলেন, সাংবাদিকরা সব সময় বলেন, নির্বাচন নিয়ে এতো অভিযোগ, তারপরও আপনারা নির্বাচন যাচ্ছেন কেন? কারণ বিএনপি (আমরা) গণতন্ত্রে বিশ্বাস করি। এদেশের মানুষের ভোটাধিকার হারিয়েছে। আমরা ভোটাধিকার পুনরুদ্ধারে নেমেছি, তাই আমরা বারবার এই ভোট ডাকাতির নির্বাচনে অংশগ্রহণ করি । প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে যাবো। বিএনপিকে হামলা মামলা দিয়ে রাজনীতি করতে দিবেন না, নির্বাচন করতে দিবেন না এটা ভেবে আপনারা বোকার স্বর্গে বাস করছেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনর নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ৫ হাজার ভোট পেয়েছে। অথচ জাতীয় পার্টিকে দ্বিতীয় বৃহত্তম দল বলা হচ্ছে। এটা নিছক হাস্যকর। প্রতিটি সময় প্রতিটি ক্ষণে বিএনপির কথাই সবাই বলেন। তার মানে এটা পরিস্কার যত সমস্যা বিএনপিকে নিয়েই।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের পরিচালনায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ. এম নাজিম উদ্দিন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মীর হেলাল, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

একুশে/জেএইচ/এটি