চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। এসময় মারধরের শিকার হয়েছেন ডিন অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন। সোমবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে। অন্যদিকে ছাত্রলীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে, তারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারী হিসেবে পরিচিত।
জানা গেছে, গত ২৪ নভেম্বর কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে বি ইউনিটের কোটায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় জনি মং মারমা নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুসারীরা। ফলে সেদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মৌখিক পরীক্ষা স্থগিত করে। এরপর সোমবার মৌখিক পরীক্ষায় জনি মং মারমা অংশ নিতে আসলে ছাত্রলীগের কর্মীরা কোটায় অনিয়ম হচ্ছে দাবি তুলে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অফিসে যায়। এসময় তারা সবাইকে বের করে দিয়ে অফিসে তালা লাগিয়ে দেয়। পরে ডেপুটি রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনকে মারধর করে।
এ বিষয়ে চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন বলেন, অনিয়ম হওয়ায় শিক্ষার্থীরা অবরোধ করেছিল। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
জানতে চাইলে চবির কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী বলেন, ‘ ভর্তিতে কোনো অনিয়ম হয়নি। মেধার ভিত্তিতে আমরা শিক্ষার্থী ভর্তি করাচ্ছি। এরপরও ভ’য়া অভিযোগ তুলে ১০-১২ জন এসে তালা ঝুলিয়ে দেয়। পরে আমরা গিয়ে তালা কেটে ফেলি।
এদিকে বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি এ কে এম মাহফুজুল হক বলেন, একজন ডেপুটি রেজিস্ট্রারের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। জড়িতদের শাস্তি দাবিতে মঙ্গলবার থেকে আমরা সর্বাত্মক কর্মবিরতির ডাক দিয়েছি।
