চট্টগ্রাম: পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠনের দেড় বছর পর ৮৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ৪ ডিসেম্বর স্বাক্ষর করে এই কমিটি অনুমোদন দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
কমিটিতে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইভেনিং ব্যাচের ৭ম সেমিস্টারের ছাত্র কাজীম উদ্দিনকে সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডে ব্যাচের ৭ম সেমিস্টারের ছাত্র ওয়াহেদ বুল বুল অর্পন।
কমিটিতে ১১ জনকে সহ সভাপতি ও আটজনকে যুগ্ন সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে চারজনকে। সম্পাদকীয় পদে রয়েছেন ১৮ জন। উপ সম্পাদকীয় পদে ১৮ জন (৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির গঠন অনুযায়ী), সহ-সম্পাদক ৮ জন ও সদস্য পদে ১৬ জন রয়েছেন।
এর আগে ২০১৫ সালের ২ জুলাই নুরে আলম আবীরকে আহ্বায়ক করে ছাত্রলীগের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা কমিটির অনুমোদন দিয়েছিলেন আ জ ম নাছির উদ্দীন।
