চবির কর্মকর্তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত

CUচট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেপুটি রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনকে মারধরের ঘটনায় ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছে (চবি) অফিসার সমিতি।

মঙ্গলবার উপাচার্যের আশ্বাসে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানান অফিসার সমিতির সভাপতি একেএম মাহফুজুল হক।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী দোষীদের পাঁচ কার্যদিবসের মধ্যে শাস্তির আশ্বাস দেয়ায় আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছি। পাঁচ কার্যদিবসের মধ্যে দোষীদের শাস্তি দেয়া না হলে পুনরায় অবরোধ কর্মসূচি দেয়া হবে।’

উল্লেখ্য, সোমবার দুপুর ১২টায় কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ ডিন অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে ডেপুটি রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনকে মারধর করে। এরই পরিপ্রেক্ষিতে অফিসার সমিতি অনির্দিষ্টিকালের কর্মবিরতির ঘোষণা করে। এ ঘটনায় সম্পৃক্তদের খুঁজে বের করতে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এবং তিন কার্যদিবসের মধ্যে তদন্ত পেশ করতে বলা হয়।