
চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উদ্বোধন করা হয়েছে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন। যেখানে পাঁচ টাকার কয়েন ফেললেই পাওয়া যাবে এই ন্যাপকিন বা প্যাড। এই সেবা পাবেন বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদ ও একটি আবাসিক হলের প্রায় ১০ হাজার ছাত্রী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালযের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটরিয়ামে ভেন্ডিং মেশিন উদ্বোধন করেন অনুষদটির নব-নির্বাচিত ডিন প্রফেসর এস. এম সালামত উল্যা ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের সভাপতি ড. মোঃ জাভেদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস. এম সালামত উল্যা ভূঁইয়া। তিনি বলেন, এটা অসাধারণ একটা উদ্যোগ। এর মধ্য দিয়ে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক বিরাট অগ্রগতি সাধিত হবে। অনেক দেশের মত আমাদের দেশে নারী স্বাস্থ্যের বিষয়টি বিশেষ করে নারীর বিশেষ প্রয়োজনকে মাথায় রেখে কখনো কোনো পরিকল্পনা গ্রহণ করা হয় না। সেখান থেকে এরকম একটি উদ্যোগ গৃহীত সত্যিই প্রশংসার দাবি রাখে।
তিনি আরও বলেন, তৌসিফ ঝুঁকি নিয়েছে, সফল হয়েছে এবং এর থেকে নতুন কিছু শিখেছে। আমাদের দেশের নারীদের ১২-৪০ বছর সময়টায় শারীরিক প্রয়োজনে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার প্রয়োজন হয়। সেক্ষেত্রে তারা দোকান থেকে এটি কিনতে ইতস্ত বোধ করে। অধিকাংশ সময় দেখা যায় পরিবারের পুরুষদের দিয়ে এটা সংগ্রহ করা হয়। তাও আবার সেটি থাকে কাগজে মোড়ানো। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন চালুর মাধ্যমে মেয়েরা সেই অসুবিধা থেকে বাঁচবে। এবং তাদের স্বাস্থ্য নিরাপদ থাকবে।
এতে আরও বক্তব্য রাখেন, ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ সাহিদুর রহমান, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শাহনেওয়াজ মাহমুদ সোহেল, মার্কেটিং বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, এলজি কোম্পানির বাংলাদেশ এ্যাম্বাসেডর ডি. কে. সন।
এসময় উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক এইচ. এম. কামরুল হাসান, বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন টিপু সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, ভারত থেকে আমদানিকৃত প্রতিটি ভেন্ডিং মেশিনে ১০০টি প্যাড রাখা থাকবে। ভেন্ডিং মেশিনগুলো কয়েন অপারেটেড। প্রতিটি মেশিনের নির্দিষ্ট স্থানে ৫ টাকার কয়েন (ধাতব মুদ্রা) ফেললেই বেরিয়ে আসবে একটি প্যাড। সহজেই ছাত্রীরা এটি ব্যবহার করতে পারবেন। ছাত্রীদের মধ্যে এটি ব্যবহারের প্রবণতা বাড়াতে উদ্বোধনের প্রথম দুই সপ্তাহ বিনামূল্যে ভেন্ডিং মেশিন থেকে প্যাড সংগ্রহ করা যাবে। এরপর থেকে নির্দিষ্ট মূল্যেই প্যাড সংগ্রহ করতে হবে। আর ভেন্ডিং মেশিনে সরবরাহকৃত প্যাডগুলো অত্যন্ত উন্নতমানের। যা সেনোরা ব্র্যান্ডের আল্ট্রা থিন প্যাড। তবে ছাত্রীদের চাহিদা অনুযায়ী পরবর্তীতে অন্য প্যাডও রাখা হতে পারে।
বিশ্বিবিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ, বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট এবং শেখ হাসিনা হলে বসেছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন।
