কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘ডাকাত’ নিহত


কুমিল্লা: কুমিল্লা সদর উপজেলার পালপাড়া এলাকায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন দুই ডাকাত নিহতের কথা জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- ভাটপাড়া এলাকার আক্তারুজ্জামানের ছেলে আরিফুজ্জামান ইমন এবং উপজেলার আড়াইওরা এলাকার মিরু মিয়ার ছেলে জাহাঙ্গীর। পুলিশের দাবি, তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ৭-৮টি মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিমল দাস জানান, সদর উপজেলার পালপাড়া এলাকায় ব্রিজের পাশে সশস্ত্র ডাকাতদল ছিনতাইয়ের জন্য সমবেত হয়েছে এমন খবর পেয়ে ওই এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ এবং জেলা ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এতে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে।

এসআই দাবি করেন, এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই ডাকাতকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি এলজি, পাঁচ রাউন্ড গুলি, দুটি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন ওই কর্মকর্তা।