চবিতে সাংবাদিক লাঞ্ছনা: সেই ছাত্রলীগ কর্মী ৩ মাস বহিষ্কৃত


চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিক হেনস্থাকারী ছাত্রলীগ কর্মী জুনায়েদ হোসেন জয়কে তিন মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিষ্কৃত জুনায়েদ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে
ও বোর্ড অব হেলথ অ্যান্ড রেসিডেন্সের সভার রিপোর্ট অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কারের আদেশ গত ১৭ ফেব্রুয়ারি থেকে চলমান।

প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সহনশীল হওয়া উচিত। একে অন্যের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি সাংবাদিক হেনস্থার অভিযোগে ওই ছাত্রলীগ কর্মীকে কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্ত অনুসারে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করে চবি শাখা ছাত্রলীগ।

প্রসঙ্গত,গত ১১ ফেব্রুয়ারি দুপুর সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়িতে দৈনিক বণিক বার্তার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও চবি সাংবাদিক সমিতির (চবিসাস) সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরীর সাথে এই ঘটনা ঘটে।

এ ঘটনার দ্রুত বিচার চেয়ে পরদিন ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বরাবর লিখিত অভিযোগ দেয় চবিসাস।