শাকিলের মৃত্যুতে পিসিআইইউ ছাত্রলীগের মিলাদ

screenshot_4চট্টগ্রাম: কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে শোকাহত পোর্ট সিটি ইন্টারনাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগ মিলাদ ও দোয়া মাহফিল করেছে৷

কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১টায় ক্যাম্পাস চত্বরে জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সকল নেতাকর্মী বুকে কালো ব্যাজ ধারন করেন৷

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের দপ্তর সম্পাদক আদনান কোরাইশি জয়নুল সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এরপর বাদ যোহর মরহুমের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুম মাহবুবুল হক শাকিলের রুহের মাগফেরাত কামনা করা হয় ও তার পরিবারের জন্য দোয়া করা হয়।

এ কর্মসূচীতে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি কাজীম উদ্দিন ও সাধারণ সম্পাদক ওয়াহেদ বুল বুল অর্পন সহ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।