চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাহ আমানত হল থেকে ছাত্রলীগ কর্মী খবির আহমেদকে পিস্তলসহ আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তার কোমর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
হাটহাজারী থানা পুলিশের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আটকের পর থেকে তাকে ছাড়িয়ে নিতে ছাত্রলীগের একটি পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি অংশও খবিরকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে চেষ্টা চালাচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, খবিরের বিরুদ্ধে ছিনতাই, সাংবাদিক নির্যাতন ও প্রক্টরের উপর হামলার অভিযোগ রয়েছে।
