
চবি প্রতিনিধি : কেন্দ্রীয় ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বগিভিত্তিক রাজনীতিতে নিষেধাজ্ঞা আরোপ করে বগির নামে পোস্টার-ব্যানার, চিকা মারা ও স্লোগান না দিতে নির্দেশ দিলেও তা অমান্য করে বগির নামে স্লোগান দেয়া হচ্ছে।
সোমবার (২ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চবি ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিক্সটিনাইনের কর্মীরা বগির নামে স্লোগান দেন। এ সময় তারা ‘চবির মাটি সিক্সটিনাইনের ঘাঁটি’ ইত্যাদি স্লোগানে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন। তারা চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
এর আগে গত ২২ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয় কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর অনুমতিক্রমে জানানো যাচ্ছে যে, ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখায় শাটল ট্রেনের বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ থাকায় বভিন্ন ধরনের বগির নামে চিকা, টি-শার্ট, প্লাকার্ড এবং স্লোগান সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা হলো।
মূলত কেন্দ্রীয় ছাত্রলীগ এমন নির্দেশ দিলেও বিশ্ববিদ্যালয়ে ১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময় ছাত্রলীগের কিছু পক্ষ বগির নামে টি-শার্ট করে। আর বিভিন্ন সময় বগিভিত্তিক সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়জুড়ে ছাত্রলীগের মধ্যে সৃষ্টি হয়েছে দ্বন্ধের। তবে এসব বিষয়ে কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি ছাত্রলীগের কোন দপ্তর থেকে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক শীর্ষনেতা একুশে পত্রিকাকে বলেন, দায়িত্বশীলদের অনুসারীরা যদি কেন্দ্রীয় নিষেধাজ্ঞা অমান্য করে বাকিরা কি করবে? যদিও শুরু থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক বগিভিত্তিক রাজনীতি বিলুপ্তির কথা বলছেন।
এর আগে গত রোববার বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ক্রিকেট খেলার অধিনায়ক নির্ধারণ নিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী ও সিএফসি গ্রুপের কর্মীদের সঙ্গে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী সিক্সটিনাইন গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫ কর্মী আহত হন। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করছে চাপা উত্তেজনা। আবার নিজেদের আধিপত্য দেখাতে শাখা ছাত্রলীগের কিছু নেতাকর্মী বাইক শোডাউনও দেয়। যা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ধরণের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন কিছু শিক্ষার্থী।
এসব বিষয়ে চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু একুশে পত্রিকাকে বলেন, বগির নামে বিশ্ববিদ্যালয়ে স্লোগান দেয়া নিষিদ্ধ। যদি কেউ করে থাকে তাহলে পূর্ণাঙ্গ কমিটি করার সময় এসব বিষয় বিবেচনা করা হবে। সিক্সটিনাইনের কর্মীদের স্লোগান দেয়ার বিষয়ে তিনি বলেন, তাদের সাথে আমি কথা বলবো। তারা এমনটা কেন করলো সেটা জানতে চাইবো।
