ইবি’র ইংরেজি বিভাগে ‘পিএইচডি’ সেমিনার

 

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘সাংস্কৃতিক অন্তর্দ্বন্দ্বের আলোকে ভারতী মুখার্জী-ঝুম্পা লাহিড়ীর লেখনী’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) ইংরেজি বিভাগের আয়োজনে ক্যাম্পাসস্থ রবীন্দ্র-নজরুল কলা ভবনের দ্বিতীয় তলায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ইংরেজি বিভাগের সিনিয়র অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শাহিনুর রহমানের তত্বাবধায়নে সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পিএউচডি গবেষক খাইরুল ইসলাম।

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. সালমা সুলতানার সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারীর সঞ্চালনায় সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মামুনুর রহমান।

এসময় সেমিনারে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. মিয়া রাশিদুজ্জামান, অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ প্রমুখ।

একুশে/এআর/এএ