স্বাস্থ্য সেবায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : মেয়র নাছির

nasirচট্টগ্রাম: স্বাস্থ্য সেবায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। শনিবার সকালে নগরীর ২৭নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড কার্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে, অন্ধত্ব এবং শিশুরোগ প্রতিরোধে ভিটামিন এ কার্যকর ভূমিকা রাখে। সুস্থ ও সবল সন্তানই আগামী দিনে দেশের কর্ণধার হবে। আজকের শিশুটির হাতে গড়ে উঠবে নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ। সে লক্ষে সরকার স্বাস্থ্য সেবায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর আওতায় শনিবার সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর ১২৮৮ টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হয়েছে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী প্রায় ৮০ হাজার শিশুদের ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৪ লক্ষ ৫০ হাজার শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

এ উপলক্ষে অনুষ্ঠিত সুধি সমাবেশে সভাপতিত্ব করেন ২৭নং ওয়ার্ড কাউন্সিলর হাজী এইচ এম সোহেল। বক্তব্য রাখেন- চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্থানীয় সমাজসেবক রেজাউল করিম, আবদুল মান্নান মজুমদার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রহিম প্রমুখ।