বিষ দেন, বিষ খাই – মোশাররফকে তারেক সোলায়মান

 

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রধান সমন্বয়কারী, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কাছে বিষ চেয়েছেন দলের মনোনয়ন-বঞ্চিত স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী তারেক সোলায়মান সেলিম।

বুধবার (৪ মার্চ) বিকেলে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে তার নন্দনকাননের বাসভবনে দেখা করতে গিয়ে অনেকটা আক্ষেপের সুরে একথা বলেন সেলিম।

দীর্ঘদিন ধরে মাঠে থাকা, দলের জন্য নিবেদিতপ্রাণ  একাধিকবারের কাউন্সিলর কিংবা বর্তমান কাউন্সিলর এমনও অনেকে আওয়ামী লীগের মনোনয়ন পাননি এবারের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে।

এ নিয়ে ক্ষোভ-বিক্ষোভ, অসন্তোষ এবং বিতর্কের মাঝেই ব্যক্তিগত ইমেজ কাজে লাগিয়ে ভোটের মাঠে আছেন অন্তত ২৫ জন বর্তমান (নারী-পুরুষ) কাউন্সিলর। অভিযোগ উঠেছে, তাদের উপর গত কদিন ধরে চলছে প্রার্থিতা প্রত্যাহারের চাপ, দল থেকে বহিষ্কারের হুমকি।

এ পরিস্থিতিতে বুধবার বিকেলে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বাসায় যান আলকরন ওয়ার্ড থেকে বর্তমানসহ চারবারের নির্বাচিত কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম।

এ সংক্রান্ত আলোচনার একপর্যায়ে ইঞ্জিনিয়ার মোশাররফকে সেলিম বলেন, নির্বাচন করতে দেবেন না, রাজনীতি করতে দেবেন না; তাহলে বিষ দিন, বিষ খাই।

একথা বলার পর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হা হা করে হেসে উঠেন এবং বলেন কীভাবে কী হয়েছে, তুমি কেন বাদ পড়লে আমি বুঝতে পারছি না।

এসময় দলের জন্য তারেক সোলায়মান সেলিমের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন এবং তাকে সান্ত্বনা দেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

১৯৭৯ সালে নিউ মার্কেট মোড়ে আওয়ামী লীগের মিছিলে বিএনপির হামলায় গুরুতর আহত হন এম এ মান্নান, আবু ছালেহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ওই মিছিলে দলের কনিষ্ঠ কর্মী হিসেবে অংশ নেন সেদিনের কৈশোরোত্তীর্ণ তরুণ তারেক সোলায়মান সেলিম ।

ওই সময় সেলিম কমার্স কলেজে একাদশ শ্রেণীর ছাত্র এবং আলকরন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি । সেই বিষয়গুলো মোশাররফের সাথে আলাপচারিতায় উঠে আসে বলে একুশে পত্রিকাকে জানান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মান্নান-মহিউদ্দিন কমিটির সদস্য এবং আলকরন ওয়ার্ড থেকে স্বতন্ত্র প্রার্থী তারেক সোলায়মান সেলিম।