
চবি প্রতিনিধি : এক ছাত্রীকে শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগে গত রবিবার (১ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রবীর ঘোষকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
তবে সাজা পাওয়ার ৩ দিনের মাথায় জামিন পাওয়াকে কেন্দ্র করে ধর্মঘটের ডাক দিয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) ওই শিক্ষার্থী (প্রবীর ঘোষ) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পরীক্ষা দিতে আসলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষার হলের সামনে অবস্থান ধর্মঘট শুরু করে এবং তার ছাত্রত্ব বাতিলের দাবিতে প্রশাসনকে ২ ঘণ্টার আল্টিমেটাম দেয়।
এসময় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ওবায়েদ ইবনে শাহাদত বলেন, প্রথম বর্ষ থেকেই সে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছে। এমনকি বাসা পর্যন্ত যেতেও সে দ্বিধাবোধ করে নি। আমরা অনেকবার তাকে বুঝিয়েছি, কিন্তু সে আমাদের কথা শোনেনি। শুধু একজন না, অনেক মেয়েকে সে উত্ত্যক্ত করে আসছে।
‘আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হোক। পাশাপাশি তার স্নাতকের সার্টিফিকেটও বাতিল করতে হোক। আমাদের দাবি মেনে না নেওয়া হলে আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’
একই বিভাগের শিক্ষার্থী মুনেম শাহরিয়ার বলেন, সহকারী প্রক্টর আহসানুল কবির স্যার আমাদের আশ্বস্ত করেছেন। আমরা ভুক্তভোগী ওই ছাত্রীর পক্ষ থেকে বিভিন্ন প্রমাণ সহ আরো একটা অভিযোগপত্র প্রশাসনের কাছে জমা দিবো। দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, সে যেহেতু আগেই সাজাপ্রাপ্ত, তাকে শাস্তি দিতে কোনো বাঁধা নেই, তার শাস্তি হবে।
একুশে/আইআই/এএ
