জয়ললিতার শোকে মৃতের সংখ্যা বেড়ে ২৮০

joylolitaতামিলনাড়ুর সদ্যপ্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার শোকে মৃতের সংখ্যা বেড়ে ২৮০ জনে দাঁড়িয়েছে।

রাজ্যের ক্ষমতাসীন দল এআইএডিএমকে শনিবার এক বিবৃতিতে মৃতদের ২০৩ জনের পরিচয় প্রকাশ করেছে। ৫ ডিসেম্বর চেন্নাইয়ের অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়ললিতার মৃত্যুর পর রাজ্যজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

চেন্নাই, ভেল্লোর, তিরুভেল্লোর, তিরুভান্নামালাই, কাদ্দালোর, কৃষ্ণগিরি, ইরোদ ও ত্রিপুর জেলাসহ রাজ্যের বিভিন্নস্থানে মৃত ২০৩ জনের পরিচয় প্রকাশ করেছে এআইএডিএমকে। মুখ্যমন্ত্রীর ভক্তদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাজ্যের ক্ষমতাসীন দল এআইএডিএমকে; মৃতদের প্রত্যেকের পরিবারকে তিন লাখ রূপি দেয়ার ঘোষণা দিয়েছে দলটি।