
মৌলভীবাজার : করোনা ভাইরাস মোকাবেলায় মৌলভী বাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তঃবিভাগে সাধারণ রোগী ভর্তি বন্ধ রাখার পাশাপাশি ৫০ বেডের পুরো স্বাস্থ্য কমপ্লেক্সকে শুধুমাত্র করোনার রোগীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়াও মৌলভীবাজার সদর হাসপাতাল, জুড়ী ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৫টি বেড প্রস্তুত রাখা হয়েছে করোনা মোকাবেলায়।
মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে করোনা ভাইরাস প্রতিরোধ এবং প্রতিকারে করণীয় সংক্রান্ত গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে মৌলভীবাজারে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য এই ১০৫ বেড প্রস্তুত করা হয়।
এদিকে, স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর কর্তৃক করোনা সম্পর্কে যে কোনো পরামর্শের জন্য চারটি হটলাইন নাম্বার চালু করা হয়েছে। হটলাইন নাম্বারগুলো হলো- ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১। এই হটলাইনে ফোন করলে বিদেশে কিংবা দেশের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবে আইইডিসিআর।
উল্লেখ্য, আজ দেশে প্রথমবারের মতো তিন জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করেছে আইইডিসিআর। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এই তিনজন ছাড়া আরো দুজনকে করোনা আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
একুশে/ইজেই/এএ
