পাহাড়কাটার দায়ে চবি রেজিস্টারসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম : পাহাড়কাটা ও পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গের দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারসহ ৪ প্রতিষ্ঠানকে ১২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর।

সোমবার (৯ মার্চ) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এ সংক্রান্ত শুনানি শেষে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। অন্য প্রতিষ্ঠানগুলো হলো – হাটহাজারীর শেরেবাংলা ফার্নিচার মার্ট ও মেসার্স হানিফ এন্টারপ্রাইজ এবং ফেনী সদরের মের্সাস সনি আইসক্রীম ফ্যাক্টরি।

এর মধ্যে পাহাড়কাটার দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারকে ৯ লাখ ৫ হাজার টাকা, শেরেবাংলা ফার্নিচার মার্ট ও হানিফ এন্টারপ্রাইজকে ১ লাখ ৬০ হাজার টাকা করে ৩ লাখ ২০ হাজার টাকা এবং পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গের কারণে সনি আইসক্রীম ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইনের স্বাক্ষরে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, পাহাড় কর্তন ও পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে পরিবেশ-প্রতিবেশের ক্ষতি সাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে এই জরিমানা করা হয়।

আদেশ পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।