চবিতে করোনা আতঙ্ক, ‘হোম কোয়ারেন্টাইনে’ ইতালি ফেরত শিক্ষক


চবি প্রতিনিধি : ইতালি থেকে পিএইচডি শেষে সম্প্রতি দেশে ফেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক কমল দে’কে ১৫ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনের (বাসায় থাকার) পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

জানা যায়, ৫ বছর ধরে তিনি ইতালিতে একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় নিযুক্ত ছিলেন। গত ৫ মার্চ তিনি দেশে ফিরেছেন। এরপর থেকেই তিনি ক্যাম্পাসে অবস্থান শুরু করেন। গত ৮ মার্চ ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি বরাবর যোগদান পত্র জমা দেন। পরে বিভাগীয় সভাপতি সুমন গাঙ্গুলি এই যোগদান পত্র রেজিস্ট্রার বরাবর প্রেরণ করেন। কিন্তু ইতালি ফেরত এই শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষা না করেই যোগদানের সুযোগ করে দেওয়া হয়েছিল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কমল দে ৮ মার্চ বিভাগে যোগদান করেন। কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত কোন ছাড়পত্র বা কাগজপত্র যোগদান পত্রে সংযুক্ত ছিলনা। যদিও শিক্ষা ছুটি থেকে কোন শিক্ষক ফিরে এসে যোগদান করলে স্বাস্থ্য সংক্রান্ত ছাড়পত্র লাগেনা। কিন্তু এ ধরণের বিশেষ পরিস্থিতিতে সরকারিভাবে ছাড়পত্র নেওয়ার ব্যবস্থা থাকা জরুরি।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আবু তৈয়ব বলেন, প্রশাসনের নির্দেশে ওই শিক্ষককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোনো সিন্ড্রোম দেখা না দিলে ১৫ দিন পরে তিনি পুণরায় বিভাগে যোগদান করতে পারবেন।