রাঙ্গুনিয়ায় আইসোলেশন কক্ষ চালু, অবস্থাভেদে কোয়ারেন্টাইনের প্রস্তুতি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সরকারি স্বাস্থকেন্দ্রে করোনাভাইরাস মোকাবেলায় আইসোলেশন কক্ষ চালু করা হয়েছে।

রোববার (৮ মার্চ) থেকে উপজেলার এই হাসপাতালের তৃতীয়তলায় তিন শয্যাবিশিষ্ট একটি আইসোলেশন কক্ষ চালু করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব পালিত জানান, এখনো পর্যন্ত করোনা ভাইরাসের সন্দেহভাজন কোনো ব্যক্তির খবর পাওয়া যায়নি। তবুও আগাম প্রস্তুতি হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয়তলায় তিন শয্যাবিশিষ্ট একটি আইসোলেশন কক্ষ চালু করা হয়েছে।

প্রয়োজনে হাসপাতালের কনফারেন্স কক্ষেও আইসোলেশন কক্ষ চালু করার পরিকল্পনা আছে জানিয়ে করোনাভাইরাসে আতঙ্কিত নয়, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন রাজীব পালিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, পরিস্থিতি দেখে প্রয়োজনে উপজেলা হাসপাতালের পাশাপাশি কোনো বিদ্যালয়কে কোয়ারেন্টাাইনের জন্য প্রস্তুত করা হতে পারে। করোনাভাইরাসে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। করোনাভাইরাস মোকাবেলায় জনসচেতনতা প্রয়োজন বলে তিনি জানান।

এদিকে, তারুণ্যের শক্তি নামের একটি সংগঠন লিফলেট বিতরণের মাধ্যমে করোনা ভাইরাস সচেতনতায় বুধবার উপজেলার পদুয়া ইউনিয়নসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে প্রচারণা চালিয়েছে।

একুশে/এমএমএইচসি/এটি