
ঢাকা : ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিরুদ্ধে মামলাকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিমকে প্রাণনাশের হুমকি হুমকি দেওয়া হয়েছে।
এ ঘটনায় গতকাল বুধবার রাতে রাজধানীর নিউমার্কেট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
বাংলাদেশে শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন (সিসিবি ফাউন্ডেশন) এর চেয়ারপারসন ব্যারিস্টার আব্দুল হালিম। এছাড়াও মানবাধিকার ও তথ্য অধিকার নিয়ে কাজ করেন তিনি।
জিডিতে ব্যারিস্টার আব্দুল হালিম উল্লেখ করেন, বুধবার বাসায় অজ্ঞাতনামা ব্যক্তির কাছে থেকে হুমকির চিঠি পেয়েছেন। যেখানে বলা হয়েছে, ‘আপনি আমাদের আগের ফোন ও সতর্কবাণী ভুলে গেছেন। আপনি যদি হাইকোর্টে র্যাব ও পুলিশের বিরুদ্ধে মামলা পরিচালনা অব্যাহত রাখেন তবে মৃত্যু মুখে পতিত হবেন।’
ব্যারিস্টার আব্দুল হালিম কিছুদিন আগে সন্ত্রাসীদের কর্তৃক অপহরণের শিকার হয়েছিলেন বলে জিডিতে উল্লেখ করেন। তিনি জানান, এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
তিনি বলেন, বুধবার পাঠানো ওই চিঠিতে অপহরণের শিকার হওয়ার পর দায়ের করা মামলায় আসামিরা এই মামলায় আদালতে সাক্ষ্য না দিতে হুমকি দিয়েছে।
হালিম বলেন, অপহরণের পর আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী অপহরণকারীদের খুঁজে বের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এই মামলার আসামিরা এই মামলায় কারাবন্দি ছিল। কয়েকদিন আগে তারা জামিন লাভ করে। এরপর থেকে নানাভাবে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
পুলিশের রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার শেখ মুহাম্মদ শামীম বলেন, ব্যারিস্টার হালিমের বিষয়ে আমরা আবগত। বিষয়টি আমরা তদন্ত করছি। ব্যারিস্টার হালিমের সঙ্গেও আমরা কথা বলেছি। আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
বুধবার হাইকোর্ট ভ্রাম্যমাণ আদালতে পরিচালনার মাধ্যমে শিশুদের বিচার সাজা দেওয়া অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিভিন্ন বয়সী ১২১টি শিশুকে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজা অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন আদালত।
হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে এই বিষয়ে রুল জারি করে এবং বুধবার রায় দেন। রুল জারির আগে বিষয়টি আদালতের নজরে আনেন ব্যারিস্টার আব্দুল হালিম।
এছাড়াও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম, আক্তারুজ্জামান ও নিজাম উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা বাতিল করতে কয়েকদিন আগে হাইকোর্টে একটি সম্পূরক রিট আবেদন করেছিলেন ব্যারিস্টার আব্দুল হালিম।
