অমৃতেন্দু মুহুরী’র মৃত্যুতে বিভিন্ন মহলের শোক


চট্টগ্রাম : নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. বাসনা মুহুরীর বাবা অমৃতেন্দু মুহুরী’র (৮৯) মৃত্যুতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার সকালে অমৃতেন্দু মুহুরী পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা, ২ পুত্র সন্তান রেখে যান। ওইদিন তার নিজ গ্রাম রাউজান বিনাজুরিস্থ পারিবারিক শ্মশানে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।

তার মৃত্যুতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম রাব্বানী, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, লায়ন্স জেলা গভর্নর লায়ন কামরুন মালেক, বিএমএ চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ, প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম জাহাঙ্গির, বিএমডিসি-র প্রেসিডেন্ট প্রফেসর ডা. শহিদুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।

এছাড়া সুইড বাংলাদেশ চট্টগ্রামের নির্বাহী সচিব লায়ন আহমদ হোসেন, বিপিএ চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডা. ঝুলন দাশ শর্মা, নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি এম নাসিরুল হক, সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি মনোজ কান্তি দে, সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ চৌধুরী, প্রবর্তক সংঘের সম্পাদক শ্রী তিন কড়ি চক্রবর্তী, লায়ন্স ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, পিএইচপি ফ্যামিলির পরিচালক জহিরুল ইসলাম, লায়ন্স জেলা কেবিনেট সেক্রেটারী লায়ন জি.কে. লালা, মহানগর লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন প্রকৌশলী বিপ্লব দাশ, চট্টগ্রাম বেলভিউ লি., রয়েল হাসপাতাল কর্তৃপক্ষ সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

একুশে/প্রেস বিজ্ঞপ্তি