২০১৬ সালে সারা বিশ্বে ২৫৯ সাংবাদিক গ্রেফতার

journalistsবিশ্বের বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা বাহিনী চলতি বছর (২০১৬) এখন পর্যন্ত গ্রেফতার করেছে ২৫৯ জন সাংবাদিককে। এই সংখ্যা গত প্রায় তিন দশকের যেকোনও সময়ের চেয়ে বেশি। সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কর্মরত অলাভজনক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

সিপিজের ওই প্রতিবেদনে বাংলাদেশের দুই সাংবাদিকের নামও উল্লেখ করা হয়েছে। তারা হলেন সাপ্তাহিক ব্লিটজের সম্পাদক সালাহ উদ্দিন শোয়েব চৌধুরী ও একুশে টিভির মালিক আবদুস সালাম।

খবরে বলা হয়েছে সিপিজের পরিচালক (সম্পাদনা পরিষদ) গবেষক ইলানা বেইসারের ওই প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সাল থেকে বিভিন্ন দেশের সাংবাদিকদের গ্রেফতারের রেকর্ড রাখতে শুরু করে সিপিজে। ওই রেকর্ডের হিসাবে, এখন পর্যন্ত এ বছরই সবচেয়ে বেশি পরিমাণ সাংবাদিক কারাবন্দি হয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল ১৯৯ জন। এই হিসাবের মধ্যে দুষ্কৃতকারীদের গুম বা অপহৃত সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়নি।

ওই রিপোর্টে বলা হয়েছে, এ বছরে সবচেয়ে বেশি পরিমাণ সাংবাদিককে গ্রেফতার, আটক বা বন্দি করেছে তুরস্ক।