
চট্টগ্রাম : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মহামারি আকারে ছড়িয়ে পড়ায় আতংকিত সারাবিশ্বের মানুষ। প্রাণঘাতি এই ভাইরাসের হাত থেকে বাঁচতে বাজার থেকে হুমড়ি খেয়ে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যন্য সুরক্ষা সামগ্রী সংগ্রহ করছে সাধারণ মানুষ।
যার ফলে বাজারে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের দেখা দিয়েছে তীব্র সংকট।
এই পরিস্থিতিতে ডাক্তার, নার্স ও অন্যন্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার্থে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রসংসদ।
মাস্কসহ এসব হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করা হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ, মেডিসিন বিভাগ, আউটডোর ও অন্যন্য বিভাগ, বাশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সসহ নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে।

দেশের এই দুর্দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে সদা প্রস্তুত চমেক ছাত্রলীগ বরাবরের মতো সকলকে নিজ নিজ জায়গা থেকে সচেতন ও সুস্থ থাকার আহ্বান জানিয়েছে।
এছাড়া করোনা মোকাবিলায় চিকিৎসকদের সুরক্ষায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিত্তবানদের নিজ নিজ জায়গা থেকে সাহায্যের আহ্বানও জানান ছাত্রলীগ ও ছাত্রসংসদ নেতৃবৃন্দ।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি
