করোনা: খাবার হোটেল খোলা রাখায় হাটহাজারীতে জরিমানা


চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি নির্দেশনা অমান্য করে খোলা রাখায় দুই খাবার হোটেলকে জরিমানা ও একটি খাবার হোটেল বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে হাটহাজারী পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন।

এর আগে করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে দোকান বন্ধ রাখার নির্দেশনা সত্ত্বেও গতকাল বুধবার রাতে হাটহাজারী পৌরসভার কিছু হোটেল খোলা রাখেন হোটেল মালিক। রাতে এসব হোটেলে গিয়ে ইউএনও রুহুল আমিন অনুরোধ জানান বন্ধ রাখার জন্য। এরপর আজ সকালে হোটেলে গিয়ে লোকজন দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত।

হাটহাজারীর ইউএনও রুহুল আমিন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী শুধু ফার্মেসি, মুদি ও সবজির দোকান খোলা থাকবে। খাবার হোটেল খোলা রাখায় দরবার হোটেলের মালিক মো. আজাদকে ৫ হাজার টাকা ও শাহাজাহান হোটেলের মালিক মো. সরোয়ারকে ২৬০০ টাকা জরিমানা করা হয়।

হাটহাজারী বড় মাদ্রাসার সামনে নাম না থাকা আরেকটি হোটেল বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানান ইউএনও।

অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।