শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে বিদেশিদের বাসায় গিয়ে কোয়ারেন্টিন তদারকিতে পুলিশ

প্রকাশিতঃ ২৬ মার্চ ২০২০ | ৬:৫৯ অপরাহ্ন


গত মঙ্গলবার খুলশী এলাকায় বিদেশিদের হোম কোয়ারেন্টিন না মানার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় বসবাস করা বিদেশিরা হোম কোয়ারেন্টিনের নির্দেশনা সঠিকভাবে মানছেন কিনা তা বাসায় গিয়ে তদারকি করছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রশাসন-উত্তর) আশিকুর রহমান একুশে পত্রিকাকে জানান, বৃহস্পতিবার উপকমিশনার (উত্তর) বিজয় বসাক স্যারের নির্দেশে খুলশী এলাকার বিভিন্ন বাসায় হোম কোয়ারেন্টিনে থাকা বিদেশিদের খোঁজ নিতে যায় পুলিশ।

অভিযানের সময় সম্প্রতি দেশে আসা বিদেশিরা সঠিকভাবে হোম কোয়ারেন্টিনের নিয়মাবলি মানছেন কিনা সেটা খতিয়ে দেখেন পুলিশ সদস্যরা। পাশাপাশি করোনা নিয়ে ঝুঁকির বিষয়টি তুলে ধরে তাদেরকে সতর্ক করা হয়।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী একুশে পত্রিকাকে বলেন, যেসব বিদেশিদের হোম কোয়ারেন্টিনে থাকার কথা তাদেরকে আজকে বাসায় পেয়েছি আমরা। হোম কোয়ারেন্টিনের শর্ত মেনে চলছেন তারা।

এর আগে গত মঙ্গলবার খুলশী এলাকায় বিভিন্ন বাসায় অভিযান চালিয়ে ৩০ জন বিদেশিদের মধ্যে অন্তত ২০ জনের হোম কোয়ারেন্টিন না মেনে বিভিন্ন স্থানে ঘোরাঘুরির প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

ওই সব বিদেশিদের শনাক্ত করে তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনার পাশাপাশি তাদের বাসাগুলোতে লাল পতাকা টাঙিয়ে দেয় জেলা প্রশাসন।

এছাড়া হোম কোয়ারেন্টিন না মেনে বিদেশিদের যাতায়াত থাকায় গত মঙ্গলবার সকালে খুলশী এলাকায় একটি কোরীয় রেস্তোরাঁ সিলগালা করে পাঁচজনকে হোম কোয়ারেন্টিনে পাঠায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।