সোসাইটি অব সার্জন’স অব বাংলাদেশকে পিপিই দিয়েছে বেইস টেক্সটাইল

চট্টগ্রাম : করোনা ভাইরাসজনিত সুরক্ষার জন্য সোসাইটি অব সার্জন অব বাংলাদেশকে ২শ’ পারসেনানাল প্রোটেকশন ইক্যুইপমেন্টস (পিপিই) দিয়েছে বেইস টেক্সটাইল লিমিটেড।

শনিবার (২৮ মার্চ) সকালে সোসাইটি অব সার্জেন্ট বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ডা. নূর হোসেন ভূইয়া শাহীনের কাছে এসব পিপিই হস্তান্তর করেন বেইস টেক্সটাইল লিমিটেডের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনোয়ার শাহাদাত শোভন।

আপদকালীন সময়ে পাশে থাকার জন্য বেইস টেক্সটাইল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ডা. নূর হোসেন ভূঁইয়া শাহীন।

তিনি একুশে পত্রিকাকে বলেন, বেইস টেক্সটাইল কর্তৃপক্ষ আমাদেরকে পর্যাপ্ত পিপিই দেওয়ার কথা ছিল। কিন্তু গতকাল (২৭ মার্চ) থেকে গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তারা ২শ’র বেশি পিপিই তৈরি করতে পারেনি।

যেসব সরকারি-বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে এখনো পিপিই পৌঁছেনি তাদেরকে এবং হাসপাতালের পিয়ন, নার্স এবং আয়াদেরকে অগ্রাধিকার ভিত্তিতে পিপিইগুলো প্রদান করা হবে বলে জানিয়েছেন এই চিকিৎসক নেতা।