সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলমের অকাল প্রয়াণ

চট্টগ্রাম : চট্টগ্রামের নাগরিক-সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলম আর নেই। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান (ইন্নালিল্লাহে…রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি মা, স্ত্রী ও দুই শিশু সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

খোরশেদ আলম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম নাগরিক উদ্যোগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

চট্টগ্রাম নাগরিক উদ্যোগের সভাপতি ও সাংবাদিক-নেতা রিয়াজ হায়দার চৌধুরী একুশে পত্রিকাকে বলেন, সুস্থ সবল খোরশেদ বুধবার দিবাগত মধ্যরাতে হঠাৎই স্ট্রোক করেন। এরপর হাসপাতালে নেয়ার পথে বৃহস্পতিবার ভোর ৪টায় তিনি মারা যান।

রিয়াজ হায়দার জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) জোহরের নামাজের পর নগরের দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের চর চাক্তাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে চৈতন্যগলি কবরস্থানে তাকে দাফন করা হবে।