বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাস: চট্টগ্রামে আরও ৫০০ কিট পাঠালেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

প্রকাশিতঃ ২ এপ্রিল ২০২০ | ৬:১৩ অপরাহ্ন


চট্টগ্রাম : করোনাভাইরাস শনাক্তে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো আরও ৫০০ টেস্ট কিট চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)- এ পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সহকারী পরিচালক ডা. হোসেন রশিদ চৌধুরীর কাছে এসব কিট হস্তান্তর করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) করোনা বিষয়ক কেন্দ্রীয় সেলের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ডা. আ ম ম মিনহাজুর রহমান।

এর আগে গত ৩১ মার্চ করোনা পরীক্ষার কিট-সঙ্কটের মাঝেই চট্টগ্রামে ৩শ’ করোনা টেস্ট কিট পাঠান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সবমিলিয়ে বিআইটিআইডিতে মোট কিটের সংখ্যা দাঁড়ালো ১৬০০। বিআইটিআইডিতে এই পর্যন্ত করোনা আক্রান্ত সন্দেহে মোট ৬০ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদের কারোরই করোনা পজিটিভ নয়।

এদিকে আজ সকালে আন্দরকিল্লায় অবস্থিত চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আরও ১৫০ টি পিপিই প্রদান করা হয়েছে।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সহায়তায় এসব পিপিই হাসপাতালের পরিচালক অসীম কুমার নাথ এর হাতে তুলে দেন স্বচিপের কেন্দ্রীয় করোনা বিষয়ক সেলের বিভাগীয় সমন্বয়ক ডা. আ ম ম মিনহাজুর রহমান।