চট্টগ্রাম: নগরীর নয় সরকারি স্কুলে ৫ম থেকে ৯ম শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। তিনটি ক্লাস্টারে বিভক্ত এ ভর্তি পরীক্ষা বুধবার ক ক্লাস্টারের ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় ক ক্লাস্টারে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ও সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ হাজার ৮৮২ ভর্তিচ্ছু শিক্ষার্থী ১৪ হাজার ৪৪৩টি ভর্তির আবেদন জমা দেয়। এর মধ্যে বুধবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ১১ হাজার ৮৮২ ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান জানান, নগরীর ২১টি কেন্দ্রে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে ক ক্লাস্টারের ৪ স্কুলে ১১ হাজার ৮৮২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশগহণ করেছে। ২৩ ডিসেম্বর খ ক্লাস্টার এবং ২৬ ডিসেম্বর গ ক্লাস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
