
ঢাকা : দুদকের একজন পরিচালক কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি জ্বর সর্দি নিয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
সোমবার সকালে তিনি মারা যান বলে ডিবিসি, যমুনা এবং নিউজ টুয়েন্টিফোরসহ বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে।
এ ঘটনায় তার স্ত্রী ও সন্তানকে আইসোলেশনে রাখা হয়েছে।
দুদকের পরিচালক ওই পরিচালক বিসিএস প্রশাসন ক্যাডারের ২২ ব্যাচের ছিলেন। ২০১৭ সালের জুলাই মাসে তাকে দুদকের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।
প্রসঙ্গত, সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশে নয়জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৮৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন।
