করোনা-সংকটে রিয়াদ প্রবাসীদের জন্য দূতাবাসের সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি, যারা ইকামা সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন বেকার কিংবা চাকরি করেও বেতন বকেয়াসহ করোনা-সঙ্কটে পড়ে আর্থিক সঙ্কটের মুখোমুখি হয়েছেন, না খেয়ে থাকার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে রিয়াদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস।

সোমবার ( ৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এরকম পরিস্থিতির শিকার প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের নির্দিষ্ট ফোন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে আরোপিত লকডাউনের কারণে কোনো সৌদি প্রবাসী বাংলাদেশি যদি চরম খাদ্যাভাবে পতিত হন এবং কফিল/স্পন্সর/কোম্পানি থেকে যদি বেতন বা খাবার সরবরাহ করা না হয়ে থাকে তবে এরূপ প্রবাসীদেরকে (বিশেষ করে যারা ইকামা সংক্রান্ত জটিলতার কারণে কফিল/স্পন্সর/কোম্পানি থেকে কোনো বেতন না পাওয়ায় খাদ্যাভাবে রয়েছেন) তাদেরকে নিম্নের ইমেইল : bdhelpksa@gmail.com
ও হোয়াটসআপ (+৯৬৬৫৬০৩৪৬৭৯৭) নাম্বারে যোগাগোগের অনুরোধ জানানো হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।

সংশ্লিষ্টদের নাম, ইকামা নাম্বার, পাসপোর্ট নাম্বার, মোবাইল নাম্বার, কোথায় অবস্থান করছেন, কতদিন যাবত কর্মহীন ও বেতনহীন – তা উল্লেখপুর্বক স্ব স্ব পাসপোর্ট ও ইকামার ফটোকপি দিয়ে সাহায্য চেয়ে দূতাবাস বরাবর ওই ইমেইৈলৈ ও হোয়াটসআপে যোগাযোগ করতে বলা হয়েছে।

উক্ত ইমেইল/হোয়াটসআপে বাংলাদেশ দূতাবাস রিয়াদের অধিক্ষেত্রাধীন রিয়াদ, আল খারজ, ওয়াদী আদ দাওয়াসীর, দোয়াদমী, দাম্মাম, খোবার, আলহাসা, জুবাইল, হাফার আল বাতেন, আল কাসীম, হায়েল, সাকাকা, আরআর অঞ্চলে অবস্থানরত বাংলাদেশী প্রবাসী কর্মীদের যাদের একান্ত জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন কেবল তাদেরকেই তথ্য প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

যেকোন তথ্যের জন্য টোল ফ্রি নাম্বার : ৮০০১০০০১২৫ (কুটনৈতিক)
টোল ফ্রি নাম্বার : ৮০০১০০০১২৫ (শ্রম বিষয়ক)
টোল ফ্রি নাম্বার : ৮০০১০০০১২৬ (পাসপোর্ট বিষয়ক)
এছাড়া সকাল ৮টা হতে দুপুর ১টা পর্যন্ত (রবি থেকে বৃহষ্পতিবার) এবং জেদ্দা কনস্যুলেটের আওতাধীন এলাকার তথ্যের জন্য জেদ্দা কনস্যুলেটের টোল ফ্রি নম্বর ৮০০২৪৪০০৫১ এ (রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে দূতাবাসের বিজ্ঞপ্তিতে।