দেশে করোনায় একদিনেই মৃত ৫, আক্রান্ত বেড়ে ১৬৪


ঢাকা : দেশে নতুন করে প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪১ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৬৪ জনে। এছাড়া মোট মৃতের সংখ্যা ১৭ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৯২ টি।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এদিকে গতকাল করোনা রোগী আছে এমন সব এলাকা পুরোপুরি লকডাউনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার (৬ এপ্রিল) তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতি জরুরি কারণ ছাড়া ঢাকার বাইরে কেউ যাবে না, আসবেও না। পিপিই, মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠান ছাড়া প্রতিটি গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কারাগারে দীর্ঘদিন জেল খাটছেন ও লঘু অপরাধে সাজাপ্রাপ্তদের মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাড়া বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুতই বাড়ছে। এরইমধ্যে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল পর্যন্ত সারাবিশ্বে মৃত্যেুর সংখ্যা ৭৪ হাজার ৬৯৭ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যার দাঁড়িয়েছে ১৩ লাখ ৪৬ হাজার ৫৬৬ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৭৮ হাজার ৬৯৫ জনে। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৭ হাজার ৪ এবং মারা গেছেন ১০ হাজার ৮৭১ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৬৭১ জন।