সৌদি আরবে জ্বর-সর্দি, কাশিতে প্রাণ গেল সাতকানিয়ার যুবকের

 

এ.কে.আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) : সৌদি আরবে জ্বর-সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে জাহাঙ্গীর আলম (৪০) নামের এক যুবক মারা গেছেন।

তিনি সাতকানিয়ার দক্ষিণ মাদার্শা গ্রামের দ্বীপেরকুল এলাকার মনসুর আলীর পুত্র।

জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাঁর মামা ইব্রাহীম জানান, কয়েক দিন ধরে জ্বর ও সর্দি-কাশি হলে বাসায় কিছু ওষুধ সেবন করে জাহাঙ্গীর। কারফিউ থাকায় বাসা থেকে বের হওয়া সম্ভব হয়নি।

শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২ টায় (সৌদি সময় সকাল ১১টার) দিকে জ্বর ও সর্দি-কাশি বেড়ে গেলে মদিনার বাঙালি মার্কেট এলাকা থেকে জাহাঙ্গীরকে হাসপাতালে নেয়ার সময় গাড়িতে তাঁর মৃত্যু হয়।

৭ মাস আগে জাহাঙ্গীর দেশে ছুটি কাটিয়ে সৌদি আরবের মদিনায় কর্মস্থলে যোগ দেন। দাম্পত্যজীবনে তিনি তিন সন্তানের জনক।

এদিকে, জাহাঙ্গীরের মৃত্যুর সংবাদ তাঁর গ্রামে ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। করোনার কঠিন পরিস্থিতিতে জাহাঙ্গীরের লাশ দেশে আনা কিংবা এক নজর দেখা যাবে না জেনে বার বার কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা।