চট্টগ্রামে আরও ৬ করোনা রোগী শনাক্ত


চট্টগ্রাম : চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) আরও ৯৬ জনের করোনা পরীক্ষা করে সাতজনের দেহে রোগটি পাওয়া গেছে। এরমধ্যে ৬ জন নতুন করোনা রোগী, আরেকজন আগের।

রোববার রাত ৯টায় একুশে পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, রোববার নতুন আক্রান্তদের মধ্যে একজন চট্টগ্রাম নগরের দামপাড়ার বাসিন্দা, বয়স ৫৫। আরেকজন ফৌজদারহাটের বাসিন্দা, বয়স ৪৫। সাতকানিয়ার ৩২ ও ১৯ বছরের দুইজন বাসিন্দার দেহেও করোনা পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে পটিয়ার বাসিন্দা ৬ বছরের এক শিশু রয়েছে।

সিভিল সার্জন বলেন, চট্টগ্রাম বিভাগের লক্ষীপুরের বাসিন্দা ৫২ বছরের একজনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রামে প্রথমবারের মত শনাক্ত ব্যক্তির নমুনা পরীক্ষার ফলও পজিটিভ এসেছে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) করোনা প্রতিরোধ সেলের চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়ক আ ম ম মিনহাজুর রহমান জানান, সাতকানিয়ায় আজ শনাক্ত হওয়া দুই করোনা রোগীর বাড়ী পৌরসভায়। একজন ১নং ও অন্যজন ৮নং ওয়ার্ডের বাসিন্দা। একজন কয়েকদিন আগে এসেছেন নারায়ণগঞ্জ থেকে, তিনি শাম চৌধুরী পাড়ায় একটি ভবনে ভাড়া থাকেন। অন্যজন ঠিকাদার, অনেক জায়গা ঘুরে ফিরে বেড়িয়েছেন কয়েকদিন ধরে। সাতকানিয়ার এই দুই রোগী কমিউনিটি ট্রান্সমিশনের উৎকৃষ্ট উদাহরণ।

এর আগে গত ৩ এপ্রিল ও ৫ এপ্রিল চট্টগ্রামে দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছিল। দুইজনই সম্পর্কে বাবা-ছেলে। তাদের বাসা নগরের দামপাড়া এলাকায়। দুইজনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

এরপর গত ৮ এপ্রিল আরও তিনজন করোনা রোগী শনাক্ত হয় চট্টগ্রামে। এর মধ্যে একজন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা; বাকি দুইজন নগরীর হালিশহরের শাপলা আবাসিক এলাকা ও সাগরিকা এলাকায় থাকেন।

গত ১০ এপ্রিল আরো দুইজনের দেহে নভেল করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। দুজনই পুরুষ। ফিরিঙ্গিবাজারের শিববাড়ি লেইনের আক্রান্তের বয়স ৫৭, তিনি ব্যবসায়ী। আরেকজন আকবরশাহ থানার ইস্পাহানি গেইট গোলপাহাড় এলাকার বাসিন্দার বয়স ৩৫, তিনি দোকান কর্মচারী।

এরপর গতকাল ১১ এপ্রিল চট্টগ্রামের আরও দুইজনের ও লক্ষ্মীপুরের একজনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া যায়; এরমধ্যে চট্টগ্রামের সাতকানিয়ার আলীনগর ইছামতি এলাকার একজন গত বৃহস্পতিবার মারা যান, পরে পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

সবমিলিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজের (বিআইটিআইডি) ল্যাবে আজকে পর্যন্ত ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।