রাজধানীর আশকোনায় হাজিক্যাম্পের কাছে একটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে। তিন তলার একটি বাড়ির ওই আস্তানায় অভিযান চালানোর জন্য আজ শনিবার ভোররাত থেকে ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড টান্সন্যাশনাল ইউনিট (সিটি)।
ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি যুক্ত হয়েছে। এ ছাড়া প্রচুর পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
সিটির প্রধান মনিরুল ইসলাম জানান, বাড়িটিতে নারী জঙ্গিসহ একাধিক জঙ্গি রয়েছে। এদের মধ্যে নব্য জেএমবির এক শীর্ষ নেতা রয়েছেন। জঙ্গিদের কাছে শক্তিশালী গ্রেনেড রয়েছে। তাদের আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। তবে তারা শরীরে গ্রেনেড বেঁধে প্রতিরোধের ঘোষণা দিচ্ছে।
