দুই করোনা-ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীব্যাপী করোনা ভাইরাস মোকাবিলায় ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে।এরমধ্যে চীন দুটি ভ্যাকসিন প্রাথমিক স্তরে মানবদেহে পরীক্ষার অনুমোদন দিয়েছে।

চীনের বার্তা সংস্থা জিনহুয়া জানিয়েছে, বেইজিংভিত্তিক সিনোভেক বায়োটেক ও উহান ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্ট এ দুটি ভ্যাকসিনের মানবদেহে প্রায়োগিক পরীক্ষা চালাচ্ছে।

এ দুটি পরীক্ষার বাইরে চীনের একাডেমি অব মেডিক্যাল মিলিটারি সায়েন্স ও বায়োটেক ফার্ম ক্যানসিনো বায়ো আরও একটি ভ্যাকসিনের স্বতন্ত্র গবেষণা চালাচ্ছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিনহুয়া।

ইতিমধ্যে ৫০০ জন স্বেচ্ছাসেবী নিজেদের শরীরে এসব ভ্যাকসিন প্রয়োগের জন্য সম্মতি দিয়েছে। তবে ইউনিভার্সিটি অব হংকংয়ের প্যাথোলজির ক্লিনিক্যাল প্রফেসর জন নিকোলাস ভ্যাকসিন আবিষ্কারের তাড়াহুড়াকে অনুচিত বলে মনে করছেন।

তিনি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রাথমিকভাবে কোনো প্রাণীর উপর পরীক্ষা চালানোর পর স্তন্যপায়ী প্রাণীদের উপর এসব ভ্যাকসিন প্রয়োগ করা হয়। সবশেষ ধাপে সেটা মানবদেহে প্রয়োগ করাই নিয়ম।

তিনি বলেন, চীন সরাসরি মানুষের শরীরে এটা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে যেটা সাহসী সিদ্ধান্ত, কিন্তু ঝুঁকিও আছে।

নিকোলাস বলেন, যেহেতু বয়স্করাই করোনাতে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছে, মানবদেহে প্রয়োগের ক্ষেত্রে বয়স্কদের প্রাধান্য দেয়া উচিত, যাতে আমরা বুঝতে পারি বয়স্কদের ক্ষেত্রে এ ভ্যাকসিন কীভাবে কাজ করছে।

কবে নাগাদ এসব হিউম্যান ট্রায়ালের ফলাফল জানা যাবে সে সম্পর্কে কিছু জানায়নি জিনহুয়া।
###