
চট্টগ্রাম : করোনাভাইরাস নিয়ে সৃষ্ট সঙ্কটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের বর্তমান শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সাবেক শিক্ষার্থীরা।
বর্তমান শিক্ষার্থী সহযোগিতা দিতে বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম আহমেদের তত্ত্বাবধানে ও বিভাগের ২০০৫-২০০৬ সেশনের মাকসুদুর রহমান মাসুদ, নাজমুল আলম সাইমন ও ২০০৬-২০০৭ সেশনের নূর নাজমুলের সহযোগিতায় একটি সহযোগিতা ফান্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই ফান্ড থেকে বিভাগের অসহায় শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান করা হবে। ০১৮৩৩-৪২৪১৫০,০১৮১৮-৮৮৮৮৪৭ এবং ০১৭১১-১৪৮৭৩৯ এই নম্বর তিনটির মাধ্যমে তারা সহযোগিতা গ্রহণ করছে।
বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম আহমেদ এর নম্বরে ফোন করে বিভাগের যে কোন শিক্ষার্থী তাদের পরিচয় প্রদান করে সহযোগিতার জন্য জানাতে পারবে। পরিচয় গোপন রেখে বর্তমান শিক্ষার্থীদের সহযোগিতা করা হবে।
এই উদ্যোগের প্রধান মাসুম আহমেদ বলেন, বর্তমান এই নাজুক পরিস্থিতিতে আমাদের সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে সকলের পাশে দাঁড়ানো। আমরা আমাদের বিভাগের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এ উদ্যোগে এগিয়ে আসার জন্য দর্শন বিভাগের অবস্থাসম্পন্ন প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকমন্ডলীদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি।
