ইতিহাসে প্রথমবারের মত বন্ধ হলো আল-আকসা মসজিদ

একুশে প্রতিবেদক : করোনা ভাইরাসের গণসংক্রমণ ঠেকাতে ইতিহাসে প্রথমবারের মত রমজান মাসে আল-আকসা মসজিদ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যভিত্তিক পত্রিকা ‘মিডল ইস্ট মনিটর’কে আল-আকসা মসজিদ তত্ত্বাবধানকারী সংস্থা ‘জেরুজালেম ইসলামিক ওয়াকফ্ কাউন্সিল’ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ওয়াকফ কাউন্সিল বলছে, তারা ইসলামী বিশেষজ্ঞদের ফতোয়া ও স্বাস্থ্যবিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আল-আকসা মসজিদ রমজানে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

অবশ্য এ সিদ্ধান্ত নেয়ার আগে গত ২২ মার্চ থেকে আল-আকসা মসজিদের সকল ধরনের নামাজ স্থগিত করা হয়েছিল।

এ পর্যন্ত পূর্ব জেরুজালেমে যেখানে আল-আকসা মসজিদ অবস্থিত ৮১ জন করোনা পজিটিভ পাওয়া গেছে।