বাংলাদেশে পাচার হচ্ছে ভারতের কালোটাকা!

DOLLARভারতে কালো টাকার মালিকদের ধরতে আয়কর বিভাগ যখন অভিযান শুরু করেছে তখন অনেক কালো টাকাই পাচার হয়ে ঢুকছে বাংলাদেশে। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন দাবি করা হয়।

এতে বলা হয়, কালো টাকার মালিকরা আয়কর বিভাগের জাল থেকে বাঁচতে তাদের কালো টাকা নতুন নোটে রূপান্তর করে বাংলাদেশে পাচার করছে।

সম্প্রতি বাংলাদেশ সীমান্তে ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পর্বতের নকচি এলাকায় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ দুই হাজার রুপি নতুন নোটের ২৯.৭০ লাখ রুপিসহ দুজনকে গ্রেপ্তার করে। এরপরই বিষয়টি ভারতের নিরাপত্তা সংস্থার নজরে আসে। এ অর্থের মালিক ভারতের একজন কাপড় ব্যবসায়ী, যিনি মেঘালয় রাজ্যের গাসুয়াপাড়ায় এক কয়লা রপ্তানিকারকের কাছে এ অর্থ পাঠিয়েছেন। গাসুয়াপাড়া অঞ্চল থেকে বিপুল পরিমাণ কয়লা বাংলাদেশে রপ্তানি করা হয়। ধারণা করা হচ্ছে, কয়লা চালানের সঙ্গে এ অর্থও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে নিরাপদে পাচারের জন্য।

একটি সূত্র বলছে, বাংলাদেশ-ভারত সীমান্তে জাল টাকা পাচারকারী একটি চক্র রয়েছে, যারা গরু চোরাচালানের সঙ্গেও জড়িত।