চবি ছাত্রলীগের চাল পেল নিম্ন আয়ের মানুষ


চবি প্রতিনিধি : করোনাভাইরাস মোকাবেলায় নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ।

বুধবার (২৩ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের নিপোবন স্কুলের সামনে চাল বিতরণ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় ৩৫টি পরিবারকে ৩ কেজি করে চাল দেয়া হয়।

এ বিষয়ে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা করছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা চাই একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায়।

চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, আমাদের এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। এছাড়া কৃষকের পাকা ধান কেটে দেওয়ার কার্যক্রমও আমরা হাতে নিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল আমিন রিমন, আব্দুল মালেক, সুমন নাসির, ছাত্রলীগ নেতা আলতাফ হোসেন, সাইফুল সুমন, রানা খান, কাজী পাপন, সাদ্দাম হোসেন, সুজয় বড়ুয়া, ওসমান মিয়া, সৌমেন, গিয়াস উদ্দিন ও মো. হাসান প্রমুখ।