চবির লাইব্রেরিতে চুরি ঘটনায় তদন্ত কমিটি


চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেন্দ্রীয় লাইব্রেরির ১৪টি কম্পিউটার চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এ কমিটি গঠন করেন।

এর আগে গত মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা কেন্দ্রীয় লাইব্রেরীর পেছনের জানালা কাটা দেখে কর্তৃপক্ষকে খবর দেন। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে নিশ্চিত হন ৪টি কম্পিউটারের সিপিইউ ও ১৪টি মনিটর চুরি হয়ে গেছে।

এ বিষয়ে চবি প্রক্টর এস এম মনিরুল হাসান জানান, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হককে কমিটির আহবায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সদস্য সচিব আইসিটি সেলের সিনিয়র এ্যাসিসটেন্ট সিস্টেম এডমিনিস্ট্রেটর মো. মজনু মিয়া ও সদস্য সহকারী প্রক্টর ড. মো. আতিকুর রহমান।