
চট্টগ্রাম : তীব্র কন্টেইনার জট কমাতে এবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমদানি করা কন্টেইনার রাখার ভাড়া আগামী ৪ মে পর্যন্ত শতভাগ মওকুফের ঘোষণা দিয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) পোশাক খাতের ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে শুধু পোশাক খাতের জন্য এ সুবিধা রাখা হলেও মাত্র একদিন পরই নৌ পরিবহন মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে বন্দর কর্তৃপক্ষ সব আমদানিকারকের জন্যই মাশুল ছাড়ের এ সুবিধা উন্মুক্ত করে দেয়। ফলে শুধু পোশাক শিল্প মালিকরা নন বরং সকল আমদানিকারক এখন প্রণোদনাটি পাবেন আগামী ৪ মে পর্যন্ত।
চট্টগ্রাম বন্দরের বোর্ড সদস্য (প্রশাসন) মো. জাফর আলম বলেন, বন্দর কোনো গুদামঘর নয়। বন্দরকে বিপদে ফেলে দীর্ঘ সময় আমদানি পণ্য ফেলে রাখা উচিত নয়। এবার স্বল্প সময়ের জন্য এ সুবিধা দেওয়া হচ্ছে। আশা করি, পোশাক শিল্পের আমদানিকারকরা দ্রুত তাদের পণ্য খালাস করে বাকি আমদানিকারকদের পণ্য যেগুলো দীর্ঘ সময় ধরে জাহাজে রয়েছে তা চত্বরে নামানোর সুযোগ দেবেন।
প্রসঙ্গত, বন্দরে জাহাজ থেকে নামানোর পর চারদিন পর্যন্ত বিনা ভাড়ায় কনটেইনার রাখা যায়। এরপর প্রথম ধাপে প্রতিটি কনটেইনারে ছয় ডলার, দ্বিতীয় ধাপে ১২ ডলার এবং শেষধাপে ২৪ ডলার করে ভাড়া দিতে হয়।
একুশে/এমএম
