ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে সাত তলা ওই ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে।
ওই ভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ব্যবসায় শিক্ষা অনুষদসহ বেশ কয়েকটি বিভাগের শিক্ষা কার্যক্রম চলে।
সদরঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বেলাল আহমেদ জানান, সদরঘাট ও গুলিস্তান থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। ছয়তলায় থাকা বৈদ্যুতিক তারে হয়তো কেউ সিগারেট বা অন্য কোন দাহ্য পদার্থ ফেলেছিল। তা থেকেই আগুন ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুনও বেশি দূর যেতেও পারেনি। তবে ধোঁয়া ছড়িয়েছে বেশি। সাত তলা ভবনটির উপরে এখনও নির্মাণ কাজ চলছে।
