ফটিকছড়িতে শাহ আহমদ উল্লাহ মাদ্রাসার নতুন ভবনের নির্মাণ শুরু

ফটিকছড়ি (চট্টগ্রাম) : ফটিকছড়ি পূর্ব ধর্মপুরে গাউছুল আজম মাইজভান্ডারীর নামে প্রতিষ্ঠিত শাহ আহমদ উল্লাহ (রাঃ) এমদাদিয়া নুরুল উলুম দাখিল মাদ্রাসা সংলগ্ন হযরত সৈয়্যুদেনা ছিদ্দিকে আকবর (রাঃ) আজিজিয়া করিমিয়া হেফজ ও এতিমখানার নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে এ উপলক্ষে মাদ্রাসাটির  প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মাওলানা জিয়াউল হক আল-কাদেরীর সভাপতিত্বে ও মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মাওলানা ক্বাজী ওমর ফারুক আজমীর পরিচালনায় সংক্ষিপ্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নূরী (মাঃজিঃআঃ)। উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন নানুপুর গাউছিয়া মাদ্রাসার প্রাক্তন শাইখুল হাদীস প্রবীণ আলেমে দ্বীন হাফেজ ক্বারী আবদুল ওয়াহেদ আল-কাদেরী (মাঃজিঃআঃ)।

বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মাওলানা সরোয়ার আলম,আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাষ্ট ইউ.এ.ই শাখার সভাপতি হাফেজ ফারুক,সহ সুপার ফরিদুল আলম আল কাদেরী।

উপস্হিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আওয়ামী লীগ নেতা দিদারুল আলম, ইউনুছ কোম্পানী, জামাল পাশা কন্ট্রাকটর, জসীম উদ্দীন, ডা. ফারুক, সাধারণ সম্পাদক মাস্টার আনা মিয়া, কোষাধ্যক্ষ সাহাব উদ্দীন সওদাগর, প্রবাসী ও সংগঠক নজরুল ইসলাম শিমুল, মনছুর আলম, রুবেল, ব্যবসায়ী নাজিম উদ্দীন, ওসমানসহ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য যথাক্রমে আলহাজ্ব ওবাইদুল হক, এজাহারুল হক, মো. ইউছুপ, মজাহারুল হক ও মোহাম্মদ মুবিনুল হক প্রমুখ।

শেষে বর্তমান বিশ্বে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া মুনাজাত করেন আল্লামা আবুল কাশেম নূরী।