
পিকলু দত্ত, টেকনাফ : ট্রাকভর্তি সামুদ্রিক শামুকের গুড়া জব্দ করেছে টেকনাফ বিজিবি -২।
শনিবার (৯ মে) টহল দেয়ার সময় মেরিনড্রাইভ রোডের মধ্য কচ্ছিপয়া স্থানে ট্রাকভর্তি ২২৫ বস্তা শামুকের গুঁড়া জব্দ করেন বিজিবি-২ এর সদস্যরা। এসময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
জানা যায়, উল্লেখিত স্থানে সাগর পাড়ে ট্রাকভর্তি সামুদ্রিক শামুকের গুঁড়া লোড করা হচ্ছিল। এসময় নায়েক মুযহারুলের নেতৃত্বে টহলরত বিজিবি দলকে দেখে ড্রাইভার-হেলপারসহ শ্রমিকরা ট্রাকটি রেখে পালিয়ে যায়।
উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শামুকের গুঁড়াসহ ট্রাকটি জব্দ করে টেকনাফ শুল্ক অফিসে নিয়ে যাওয়া হয়। ট্রাকটির রেজি নং ঢাকা মেট্রো ট ২০-৬৭৪০। জব্দ করা শামুকের গুঁড়ার বাজারমূল্য আনুমানিক ২৫ লাখ টাকা বলে জানা গেছে।
বিজিবি-২ (টেকনাফ) এর উপ অধিনায়ক মেজর রুবায়েত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সামুদ্রিক শামুকের গুঁড়া সংগ্রহ করে পরিবেশের ভারসাম্য বিনষ্টকারীদের বিরুদ্ধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য জব্দ করা ট্রাক ও শামুকের গুঁড়া টেকনাফ শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, শামুকের গুঁড়া মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। মাছের অন্যান্য খাবারের সাথে শামুকের গুঁড়া মিশিয়ে পুকুরে ছিটালে একদিকে যেমন মাছের উৎপাদন খরচ কমবে, তেমনি স্বাস্থ্যকর মাছ পাওয়া যায়, অক্ষুণ্ন থাকে প্রাকৃতিক স্বাদ।
এ জন্য শামুকের চাষ করে অনেকেই। কিন্তু সামুদ্রিক শামুক সংগ্রহ করে শুকিয়ে গুঁড়ায় পরিণত করে মাছের খাদ্য বানানোর চেষ্টা প্রকারান্তরে পরিবেশের ভারসাম্য রক্ষায় মারাত্মক হুমকি ও দণ্ডনীয় অপরাধ।
