লোহাগাড়ায় একদিনেই ১২ স্বাস্থ্য কর্মীসহ ১৪ জন করোনা শনাক্ত

এ.কে.আজাদ, লোহাগাড়া : চট্টগ্রামের লোহাগাড়ায় নতুন করে আরও ১৪ জনের করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১২জন স্বাস্থ্যকর্মী। এই নিয়ে লোহাগাড়ায় মোট ২১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন।

রোববার (১০ মে) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।

তিনি জানান, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU) ল্যাবে নমুনা পরীক্ষায় আজ ১৪ জনের করোনা পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে। নতুন করে আক্রান্ত এ ১৪ জনের মধ্যে ১২ জন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী।

এদের মধ্যে ৭জন পুরুষ ও ৫ জন মহিলা। অপর দু’জন আমিরাবাদ ও চুনতি ইউনিয়নের বাসিন্দা।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, পজিটিভ বেশি আসা এবং স্যাম্পল গুলো ৭ দিনের বেশি হওয়ায় শনাক্তদের আবারও নমুনা পরীক্ষা হবে।