
মোয়াজ্জেম হোসেন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় আরও দুই সরকারি অফিসের কর্মচারির নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে।
তবে আশার কথা, রাঙ্গুনিয়ায় প্রথম করোনা আক্রান্ত নারী সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মচারী শেলী দাশের (৪৬) দ্বিতীয়বার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব পালিত একুশে পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার (১১ মে) আরো দুই কর্মচারীর প্রথমবারের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। তাঁরা দুজনই ৪০ ও ৪২ বছর বয়সী পুরুষ এবং তারা উভয়ে সহকারী ভূমি অফিসের কর্মচারী। এ নিয়ে রাঙ্গুনিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩ জন। তবে প্রথম আক্রান্তজনের নেগেটিভ আসায় এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১২।
স্বাস্থ্য কর্মকর্তা রাজীব পালিত বলেন, নতুন করোনা পজিটিভ আসা দুই ব্যক্তির নমুনা ৫ মে ফৌজদারহাট বিআইটিআইডিতে পাঠানো হয়। দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় নেগেটিভ আসা শেলী দাশের নমুনা সংগ্রহ করা হয় ৪ মে। তার নমুনা আবারও পরীক্ষাগারে পাঠানো হবে।করোনা পজিটিভ আসা কারো শরীরে করোনার উপসর্গ নেই বলে জানান তিনি।
জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মো.ফখরুল ইসলাম বলেন, সোমবার করোনা পজিটিভ দুইজনের একজন চট্টগ্রাম শহরে ও অন্যজন রাউজানে থাকেন। তাঁরা নিজ বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন।
