চিকিৎসা দিতে গিয়ে করোনায় আক্রান্ত সাংবাদিকের চিকিৎসক-কন্যা

মা রেহানা চৌধুরীর সাথে ডা. সামিয়া নাজনীন

 

চট্টগ্রাম : রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসকই এবার করোনায় আক্রান্ত হলেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের এ নারী চিকিৎসকের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া গেছে।

আক্রান্ত চিকিৎসকের নাম সামিয়া নাজনীন (২৯)। তিনি চট্টগ্রামের মুক্তিযোদ্ধা-সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরীর মেয়ে।

কয়েকদিন আগে শরীরে করোনার উপসর্গ দেখা দিলে ১০ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে পাঠােনা হয়। পরদিন সোমবার (১১ মে) রাতে তার রিপোর্ট পজেটিভ আসে।

ডা. সামিয়া নাজনীনের পারিবারিক সূত্র জানায়, ‘মা ও শিশু হাসপাতালের রোগীদের চিকিৎসায় নিয়োজিত ছিল সামিয়া নাজনীন। সেখানে সপ্তাহে দুই তিন দিন করে ডিউটি ছিল। কীভাবে সে এ ভাইরাসে সংক্রমিত হয়েছে তা জানি না। তবে তার শারিরীক অবস্থা মোটামুটি ভালো আছে। সে বাসায় আইসোলেশনে আছে।’

আক্রান্ত সামিয়া নাজনীনের মা নারী উদ্যোক্তা রেহেনা চৌধুরী এ ব্যাপারে ফেসবুকে পোস্ট দিয়ে তার মনোবেদনার কথা তুলে ধরেন। তিনি লিখেন, ‘করোনা তুমি কামড় বসিয়েছ আমার কলিজ্বায়। প্রসববেদনার চাইতেও এই কষ্ট বড় কষ্ট।’