
চট্টগ্রাম : কুখ্যাত প্রতারক, ধর্ম ব্যবসায়ী, সাম্প্রদায়িক উসকানীদাতা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তির জন্য সাঈদপুত্র ও তারেক মনোয়ারের সঙ্গে বৈঠক করা রকি বড়ুয়ার বাসা থেকে বিদেশি পিস্তল, মদ, ম্যাগাজিন, গুলি ছাড়াও ৩৫ লাখ টাকার টাকার এফডিআরের মূল্যবান কাগজপত্র উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (১২ মে) রাত ৯ টার দিকে র্যাব-৭ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য ছাড়াও গ্রেফতার ৬ সহযোগির পরিচয় জানানো হয়েছে। এরা হলেন-সফিউল আজম শহীদ (৪০), ছগির আহমদ (৪০), রুবেল বড়ুয়া (২৭), সাইফুল ইসলাম প্রকাশ নয়ন (৩৮), নারায়ন মল্লিক ও শাহিনা ইসলাম প্রিয়া (২৪)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রকি বড়ুয়াকে ধরতে মঙ্গলবার (১২ মে) দিনগত রাত ৩টায় নগরের মোহাম্মদপুর এলাকার একটি বাসাটি ঘিরে ফেলে তারা। এসময় রকি বড়ুয়া তিন তলার কার্নিশ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু র্যাবের চৌকস দল রকি বড়ুয়াসহ তার ৬ সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এসময় ওই বাসা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ৬ বোতল বিদেশি মদ, বিদেশি সিগারেট, ১৩টি স্বাক্ষরযুক্ত ১০০ টাকা মূল্যের খালি স্ট্যাম্পসহ তার তদবির বাণিজ্য ও প্রতারণার কাগজপত্র জব্দ করে র্যাব।
এব্যাপারে সংশ্লিষ্ট পাঁচলাইশ রকি বড়ুয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে মঙ্গলবার রাতেই মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে র্যাব – ৭।
