
চট্টগ্রাম : কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. শহীদ উল্লাহ আর নেই। শুক্রবার (১৫ মে) বেলা সাড়ে ৩টায় নগরের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্নালিল্লাহে…রাজউন)।
এর আগে শুক্রবার সকালে নগরের উত্তর কাট্টলীর বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে হস্তান্তর করা হয়। সেখানেই তিনি মারা। চিকিৎসকরা বলেছেন তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
প্রফেসর শহীদ উল্লাহ’র স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, অসংখ্য আত্মীযস্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
কর্মময় জীবনে তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, মহসীন কলেজ, চট্টগ্রাম কলেজ ও কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজে শিক্ষাকতা করেছেন। চট্টগ্রাম কলেজে প্রাণীবিদ্যা বিভাগের প্রধান এবং সর্বশেষ কানুনগোপাড়া সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে ২০১৭ সালে অবসরে যান তিনি।
